“আমাদের জীবনের আলোড়ন-/ হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিলো।”- প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশের বিশ্লেষণ করো

“আমাদের জীবনের আলোড়ন-/ হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিলো।”- প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশের বিশ্লেষণ করো। ৫

প্রসঙ্গ: কবি জীবনানন্দ দাশ তাঁর ‘তিমিরহননের গান’ কবিতায় এক গভীর দার্শনিক সত্যকে বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন এই প্রকৃতিতে সূর্য হল আলোর অকৃত্রিম উৎস। শতাব্দীপ্রাচীন হলেও সূর্যের আলো এবং শক্তি আমাদের সত্যের পথে এগিয়ে চলার প্রেরণা জুগিয়ে চলেছে। তাই আমরা যারা সভ্যতার ধারক বাহক সেই আমরাই আসলে সূর্যের সন্তান।

উদ্ধৃতাংশের বিশ্লেষণ: ‘আলোড়ন’ শব্দটির আক্ষরিক অর্থ আন্দোলন বা প্রবল আবর্তন। এর সঙ্গে ‘জীবন’ শব্দটির সংযোগ ঘটিয়ে কবি জীবনানন্দ দাশ জীবনের উত্তাপ, স্ফূর্তি, স্পর্ধা, কর্মক্ষমতাকে ইঙ্গিত করতে চেয়েছেন। তিনি স্মরণ করেছেন মানবসভ্যতার সূচনাপর্বকে যখন মানুষের এগিয়ে চলার শক্তি, প্রেরণা, উচ্ছ্বাস এবং প্রত্যাশার আলোর উৎস ছিল সূর্য। সূর্যের আলোতেই মানুষ চিনে নিতে পেরেছিল জীবনের সঠিক পথকে। নতুন পাওয়া জীবনকে মন-প্রাণ দিয়ে অনুভব করার যে প্রবল আকুতি, তাকেই কবি ‘জীবনের আলোড়ন’ বলে চিহ্নিত করেছেন।

Leave a Comment